প্রথমেই ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স দিয়ে চলে গেলাম নিজে নিজেই ইমিগ্রেশন অফিসে আর কাউন্টার থেকে একটা ডিপার্চার ফরম ফিলাপ করলাম। ছবি তুলে সীল নেয়ার সময় বলে ৩ জনে ৫০ টাকা করে দাও। এই টাকা এভয়েড করা যায় না। আমরা স্টুডেন্ট বলেও কাজ হল না। তিন জনে মোট ৭০ টাকা দিলাম। পাসপোর্ট ভিসা রেডি করে সোনালী ব্যাংকে ট্রাভেল ট্যাক্স (500 টাকা) জমা দিয়ে দেয়া ভাল তাতে বর্ডারে সময় বাচবে আর ঝামেলা কম হয়। এরপর বিজিবি চেকপোস্ট। তারা চেক করে এন্ট্রি দিল তারপর কাস্টমসের দিকে এগিয়ে গেলাম। কাস্টমসে ট্রাভেল ট্যাক্সের কপি সো করে একটা সিল নিলাম আর এখান থেকেই ক্যামেরা এন্ট্রি করাতে হয়। ওখানে ২০০ টাকা চাইল আমাদের কাছে। কিন্তু টাকার জন্য চাপ দেয়ার আগেই এক অফিসার এসে আমাদের ব্যাগ চেক করা শুরু করল আর ক্লিয়ারেন্স দিয়ে দিল। আমরা আর কোন টাকা না দিয়া চলে আসলাম। তারপর আরেকজন পুলিশকে পাসপোর্ট শো করে ঢুকে গেলাম ইন্ডিয়া

আর ঘড়ি ৩০ মিনিট পিছিয়ে নিলাম। তখন ২.১৭ বাজে। অনেক কাজ বাকি।
সবাই আসুন পরিচিত হই এবং যেকোনো সমস্যায় যারা ভাল বোঝেন তাদের থেকে আশাকরি প্রত্যাশা অনুযায়ী সাহায্য চাই। আড্ডার মাধ্যমে সমস্যার সমাধান প্রত্যাশা করছি।