সবাই আসুন পরিচিত হই এবং যেকোনো সমস্যায় যারা ভাল বোঝেন তাদের থেকে আশাকরি প্রত্যাশা অনুযায়ী সাহায্য চাই। আড্ডার মাধ্যমে সমস্যার সমাধান প্রত্যাশা করছি।
অত শোভা, অত স্বাধীনতা!
চেয়েছিল আরো কিছু কম,
আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল
মা বকুক, বাবা তার বেদনা দেখুক!
অতটুকু চায়নি বালিকা!
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম!
চেয়েছিল আরো কিছু কম!
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিল
একটি পুরুষ তাকে বলুক রমণী!