সবাই আসুন পরিচিত হই এবং যেকোনো সমস্যায় যারা ভাল বোঝেন তাদের থেকে আশাকরি প্রত্যাশা অনুযায়ী সাহায্য চাই। আড্ডার মাধ্যমে সমস্যার সমাধান প্রত্যাশা করছি।
গভীররাতে পড়াশুনা শেষ করে ইউটিউবে ঘুরতে গেলাম কিছু মেডিকেল এক্সামিনেশনের ভিডিও দেখতে। প্রতিদিনের মত আবার চোখে পড়ল, "গ্ল্যামার"।
থ্রিলার যেহেতু আমার প্রিয় আমি কেন যেন নিজেকে আর আটকাতে পারিনি।
ভাবলাম,সকালের ক্লাস মিস হলে যাক আমি আজ দেখবই।