ভাই কি করবো বুজতেছিনা।।।।
Altcoin Discussion এ যান। সেখানে অনেক কয়েনের এয়ারড্রপ এবং বাউন্টি প্রোগ্রামের পোস্ট আছে। সেগুলো দেখে বাউন্টি/ এয়ারড্রপ নেন।
আর এখানে অনেকে হাই, হ্যালো এই টাইপের কমেন্ট করছেন। ভাই এটা ক্রিপ্টো সম্পর্কে বাংলা ভাষায় জানার, জানানোর ট্র্বেড তাই স্পাম করা থেকে বিরত থাকুন। আমাদের ভালো এক্টিভিটির কারণে এই ট্রেড other এ না থেকে Home পেজে চলে আসবে।