Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
shilpyh
on 08/03/2018, 11:25:43 UTC
এখন চলুন দেখি বাংলাদেশে বিটকয়েনের অবস্থান নিয়ে। বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসাবে বিটকয়েন ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত হয় ২০১৪ সালের ১৫ আগস্টে। কিন্তু বিটকয়েন ফাউন্ডেশনে যুক্ত হওয়ার ঠিক এক মাসের মধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয় বিটকয়েনের সকল লেনদেনের উপর। বাংলাদেশ ব্যাংক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ দেশে বিটকয়েনের সকল প্রকার লেনদেন থেকে জনগণকে বিরত থাকতে অনুরোধ জানায়। অর্থাৎ বিটকয়েন লেনদেনকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত বাংলাদেশে বিটকয়েনের উপর এই নিষেধাজ্ঞা বজায় রয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের কারণে আমরা পিছয়ে পড়ছি ক্রিপ্টকয়েন দুনিয়ায়। আশা করছি অনতিবিলম্বে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
ebong jotodin nisedhagga tule na nibe totodin amader aro piciye porte hobe.
amar mone hoi Bangladesh govt. Tader ai nisedhagga tule nibe sathe bitcoin k boidho bole srikriti debe.
Sei diner opekkhay aci.