Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
i4u.darkonion
on 08/03/2018, 16:16:34 UTC
বিটকয়েন এক প্রকার নতুন ইলেকট্রনিক কারেন্সি। যদিও, এগুলো হল ই - গোল্ড কয়েন যা তাৎক্ষণিক ভাবে অনলাইনে স্থানান্তর করা যায় এবং সকল স্থানান্তরই প্রকাশ্যে হয়। এভাবে, এই স্বচ্ছ বিটকয়েন পদ্ধতি এর ব্যবহারকারীদেরকে কোন ব্যাংক বা এক্সচেঞ্জ এর মাধ্যমে আবেদন করা ছাড়াই স্থানান্তর করার সুযোগ দেয়। কোন প্রকার নিবন্ধন এবং স্ক্যান করা তহবিল ছাড়ায়, মাত্র এক ক্লিকেই- বিটকয়েন অ্যাকাউন্ট খোলা যায়। আসলে, এই বিটকয়েন পদ্ধতি একটি ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রটোকল এবং এই এনক্রিপশন ভাঙ্গা অসম্ভবের কাছাকাছি।