Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
arghabd
on 11/03/2018, 08:41:08 UTC
বিটকয়েন ফোরামের সবকটা ইউজার স্বার্থপর

আপনার দাবীটা সম্ভবত ঠিক। আর সে ক্ষেত্রে পৃথিবীর কোনো সম্পর্কও বোধ হয় নিস্বার্থ নয়। এমনকি মাতা-সন্তান, ভ্রাতা-ভগ্নি সম্পর্কও। তবে আমার দেখার ধরনটা একটু ভিন্ন। যেমন স্বার্থের দু'টা দিক আছে, একটা সৎস্বার্থ আর একটা অসৎস্বার্থ। আপনি ঠিক কোনটার কথা বলছেন?