Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
riffat
on 15/03/2018, 06:06:43 UTC


প্রিয় riffat,

আমার উদ্দ্যেশ্য আসলে আপনি বিটকয়েনকে বৈধ বলেছেন কি না তা না। অপনি উইকিপিডিয়ার যে লিঙ্কটা দিয়েছেন সেটাতে অন্য একটা লিঙ্ক এম্বেড করা ছিলো। আমি ভেবেছিলাম আপনি ওই অংশটা মিস করে গেছেন, যেটা আমি আমার পোস্টে ছবি আকারে প্রকাশ করেছি। হ্যাঁ আমি ফেসবুকে আপনার দেওয়া লিঙ্ক এবং কমেন্ট দু'টাই দেখেছি। বাংলাদেশর অধিকাংশ মানুষ যারা বিটকয়েনের উপযোগিতা সম্পর্কে জানে তারা সবাই বিটকয়েনকে সাপোর্ট করে। এটা ফেসবুকসহ অন্যান্য বহু জাতিয় ও আন্তর্জাতিক মিডিয়ার পোস্টেও দেখেছি।
বিটকয়েন লিগালিটি পায়নি মাত্র ৬টি দেশে। সেদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভিয়তনাম, কিরগিজিস্তান, বলিভিয়া, আইসল্যান্ড, ইকুয়েডর আর সম্প্রতি নেপালে বিটকয়েনের উপর নিষধাজ্ঞা জারি করা হয়েছে। আপনার পোস্টে আপনি যে সন্দেহ পোষণ করেছেন, তা একদমই অমূলক নয়। আনঅফিসিয়ালি বিটকয়েন বাংলাদেশে অবৈধ হয়তো নয়; তাহলে নিশ্চয়ই দু'চারটা গ্রফতারের ঘোষণা শোনা যেত, যেমনটা দেথা গেছে নেপালে।
কিন্তু অফিসিয়ালি বিটকয়েন এথনও বাংলাদেশে অবৈধই বটে। একসময় নিশ্চয়ই বিটকয়েন ব্যবহার করার অধিকার আমাদের দেশসহ সারা বিশ্বে মানবাধিকার হিসেবাই পরিগণিত হবে বলে আমার বিশ্বাস।
Quote
Thanks vai ato shundor vabe bujhia bolar jonno..vi Ai BD tader political shomosha shesh korte kortai desher manush der nia vabar time pay na.Vai Apni bolen,je poriman bekar BD te ase tader jonno ki crypto related outsourcing ta valo kina? Ami trading ar kotha boltesi na.bivinno bounty te je poriman BTC ba ETH pawa jay ta kintu $ a onek?But bd te ashob nia govt. ar vabar time koi?
Quote
প্রিয় riffat,

অপনার সাথে আমি সম্পূর্ণ একমত। বাংলাদেশ রাজনৈতিক করণে অন্যান্য সাধারণ রাষ্ট্র থেকে ৫ থেক ১০ বছর আর উন্নত বিশ্বর দেশগুলো থেকে ২০ বছর পিছিয়ে থাকছে। আমার মতে ক্রিপ্টরিলেটেড যা কিছু আছে তা সবই বাংলাদেশর মানুষের জন্য মঙ্গলজনক। আমার তো মনে হয় না, আমরা বেশির ভাগ মানুষ যারা বিটকয়েন ও ক্রিপ্টকয়েনে আয় করি; তারা পকেটের পয়সা খরচ করে বিটকয়েন কিনিনি। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন ফসেট ক্লেইম করার মাধ্যমে বিটকয়েনের কাজ শুরু করেছিলাম। পরবর্তী সময়ে হাইপ বিজনেসের জালে আক্রান্ত হয়ে লসও করেছি। আমি যখন বিটকয়েনের কাজ শুরু করি তখন বিটকয়েনের প্রাইজ ছিলো, ২০০ থেকে ২৩০ ডলারের মতো। আমার বিটকয়েনের আয় কি তবে অবৈধ? নিশ্চয়ই না। যদিও বাংরাদেশের অফিসিয়াল আইনানুযায়ী অবৈধ।
সরকারের এই দীর্ঘসূত্রী কার্যক্রমের ফলে, আমরা হয়তো ক্রিপ্টকয়েন দুনিয়ায় ১০ বছর পিছিয়ে থাকব। কিন্তু আমি সাধুবাদ জানাই আপনাদের মতো ইয়ং জেনারেশনের সকলকে। যারা বিটকয়েন বিশ্বে বাংলাদেশের পতাকাকে সামনে এগিয় নিয়ে যাচ্ছেন। যার ফলে বাংলাদেশ হয়তো কিছুটা হলেও ভারসাম্য বজায় রাখতে পারবে ক্রিপ্টকয়েন অভিযাত্রায়।

ধন্যবাদ।

thanks vai..amra bivinno bounty te onshogrohon kore BTC ba ETH income korchi.amra bahir theke $ BD te dhukachi..nijer poketer BD tk khoroch kore BTC kinchi na.ami cai shob student ai dhoroner kaje ushahito hok..ate tader basha theke tk newar probonota kombe and nijai tar family ke hlp korte parbe..abaro thnks apnar shundor kotha golar jonno.