Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
FreeDom Fighter
on 09/04/2018, 17:41:56 UTC
সবাই কেমন আছেন?

কারো কুশল জানতে হলে আপনি তাকে ইনবক্স করেন ব্যাক্তিগত ভাবে।এইভাবে ফোরামে পোষ্ট করে ফোরামের পরিবেশ নষ্ট করবেন না দয়া করে।

জীবনে কিছু  মনে হয় আর হবে না।
ইভাবে ফোরামে পোষ্ট করে ফোরামের পরিবেশ নষ্ট করবেন না দয়া করে। পরবর্তিতে করলে আপনার নামে আমি মডারেটর এর কাছে রিপর্ট দিব।

জীবনের সব প্রশ্ন উত্তর পাওয়া কঠিন।

স্পামার।পরবর্তি সময় এই ধরনের পোষ্ট করলে রিপোর্ট করতে বাদ্ধ হবো।

বিটকয়েন খুব জটিল কারেন্সি
হা,কিন্তু এক্লাইনের এইরকম পোষ্ট দ্বারা আপনি কি বোজাচ্ছেন?? স্পাম করবেন না দয়া করে।
সবাই ভাল আছেন।
স্পামার

সবাই কেমন আছন!।কয়েরখবর কি
স্পামার
সবাই কেমন আছন!।কয়েরখবর কি

Alhamdulliah.Valo. Apni kemon achen?



স্পামার
রাতগুলো বড্ড বেহায়া ,
মাঝ রাতে জাগিয়ে দিয়ে নিস্তব্ধ হয়ে যায় ! :-)
আর ঘুম ?
সে তো লোকাল ট্রেন !
কখনো আগে আসে কখনো পরে ।
নির্দিষ্ট সময়ে মরীচিকা :-) Sad Sad Sad Sad
সর্বোচ্চ লেভেলের স্পামার।

আপনাদের পোষ্ট কোয়ালিটি ঠিক করেন, এই রকম ভাবে স্পাম করলে ফোরামে টিকে থাকতে পারবেন না।আজ হোক কাল হোক ঝরে আপনি পরবেন ই।
ধন্যবাদ সবাইকে