এডমিন যদি আমাদের এই কার্যকলাপ দেখে থ্রেড টা বন্ধ করে দেয়।
তখন কিন্তু এক্টিভিটি বাড়ানোর এই সিস্টেম টা ও বন্ধ হয়ে যাবে।
তাই নিজেদের পায়ে নিজেরা কুড়াল না মেরে আসুন সবাই
ক্রিপ্টো বিষয়ক আলোচনা করি।
আর যারা পুরাতন আছেন, তারা অবশ্যই
নতুনদের হেল্প করার চেষ্টা করবেন।