Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
pkmoney
on 04/06/2018, 06:54:39 UTC
বছরের আর্ধেকতো প্রায় হয়ে এলো, এবছর বিটকয়েন এর দাম কিরকম বাড়ার সম্ভাবনা আছে??
গুগল, ইন্ডিয়া ক্রিপ্টো এলাউ না করলে মনে হয় না এ বছর খুব একটা বাড়বে!

বছর শেষে ১৪/১৫,০০০ আশা করা যায়। গুগল, ইন্ডিয়ার উপর দাম কখনই নির্ভরশীল না।
হাহা, তো ভাই প্রাই এত কমলো কেন ১৯কে থেকে জানতে পারি? 😂
গুগল ইন্ডিয়া কিছুই না।বেশির ভাগ দাম কমছে কোরিয়াতে রেড এর কারনে।পাশাপাশি কেউ একজন ৮০০০ ডলার এ হিউজ পরিমান সেল দিছে।আশা করা যায়, মার্কেট কিছুদিনের মধ্যেই ব্যাক করবে।আমার ব্যক্তিগত মতামতের উপর বলছি- এই মাসের মধ্যে একটা বুল রান আসবে।মোটামুটি ১৩০০০+ আশা করছি আমি।

বিটকয়েন একদিনে ১০০০ ডলার থেকে ১০০ ডলার ও হইছিল।
ওয়ার্ল্ডের ১০% ট্রেডার ইন্ডিয়ান! আর আপনি বলছেন ইন্ডিয়া কিছু না! অদ্ভুত ব্যাপার!
ইন্ডিয়াতে ক্রিপ্টো কারেন্সি নিয়া আহামরি কোন রেগুলেশন বা রেড পরে নাই যে তার এফেক্ট পরবে।ক্রিপ্টো কারেন্সির ব্যবহার বাড়লে গুগল কিংবা ফেসবুক এলাউড না করলেও চলবে।