বছরের আর্ধেকতো প্রায় হয়ে এলো, এবছর বিটকয়েন এর দাম কিরকম বাড়ার সম্ভাবনা আছে??
গুগল, ইন্ডিয়া ক্রিপ্টো এলাউ না করলে মনে হয় না এ বছর খুব একটা বাড়বে!
বছর শেষে ১৪/১৫,০০০ আশা করা যায়। গুগল, ইন্ডিয়ার উপর দাম কখনই নির্ভরশীল না।
হাহা, তো ভাই প্রাই এত কমলো কেন ১৯কে থেকে জানতে পারি? 😂
গুগল ইন্ডিয়া কিছুই না।বেশির ভাগ দাম কমছে কোরিয়াতে রেড এর কারনে।পাশাপাশি কেউ একজন ৮০০০ ডলার এ হিউজ পরিমান সেল দিছে।আশা করা যায়, মার্কেট কিছুদিনের মধ্যেই ব্যাক করবে।আমার ব্যক্তিগত মতামতের উপর বলছি- এই মাসের মধ্যে একটা বুল রান আসবে।মোটামুটি ১৩০০০+ আশা করছি আমি।
বিটকয়েন একদিনে ১০০০ ডলার থেকে ১০০ ডলার ও হইছিল।