Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
CryptoRussell007
on 04/06/2018, 08:18:45 UTC
বছরের আর্ধেকতো প্রায় হয়ে এলো, এবছর বিটকয়েন এর দাম কিরকম বাড়ার সম্ভাবনা আছে??
গুগল, ইন্ডিয়া ক্রিপ্টো এলাউ না করলে মনে হয় না এ বছর খুব একটা বাড়বে!

বছর শেষে ১৪/১৫,০০০ আশা করা যায়। গুগল, ইন্ডিয়ার উপর দাম কখনই নির্ভরশীল না।
হাহা, তো ভাই প্রাই এত কমলো কেন ১৯কে থেকে জানতে পারি? 😂
গুগল ইন্ডিয়া কিছুই না।বেশির ভাগ দাম কমছে কোরিয়াতে রেড এর কারনে।পাশাপাশি কেউ একজন ৮০০০ ডলার এ হিউজ পরিমান সেল দিছে।আশা করা যায়, মার্কেট কিছুদিনের মধ্যেই ব্যাক করবে।আমার ব্যক্তিগত মতামতের উপর বলছি- এই মাসের মধ্যে একটা বুল রান আসবে।মোটামুটি ১৩০০০+ আশা করছি আমি।

বিটকয়েন একদিনে ১০০০ ডলার থেকে ১০০ ডলার ও হইছিল।
ওয়ার্ল্ডের ১০% ট্রেডার ইন্ডিয়ান! আর আপনি বলছেন ইন্ডিয়া কিছু না! অদ্ভুত ব্যাপার!

India r 10% dea kono kichu hoi na. Korea/Japan/China r USA r policymaker der upor nirvhor kore kichuta r maximum market-maker upor nirvhorshil. Market e akhn onek positive news kintu BTC price bartese na karon market maker ra chai na price akhn e baruk coz onek institutional investor market e dhukar jonno ready hochche. So ei year a amar monehoi na khub beshi price barbe.