Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (bangla)
by
Static420
on 08/06/2018, 17:32:30 UTC
I would but I choose not to.   Cool
Do you know what other language section is? I doubt. This thread has been created for discussion in Bengali. If you don't know Bengali or don't want to talk in Bengali, I request you to check other forum.

আশা করা যায় এই মাসের শেষের দিকে ভালো দাম বাড়তে পারে।সবাই বেছে বেছে ভালো কিছু কয়েন কিনে হোল্ড করতে পারেন। নিজে এনালাইসিস করুন আর ইউটিউবেও অনেক ভালো ভালো সাজেশন্স পাওয়া যায়।  আর কে কোন কোন কয়েন হোল্ড করেছেন, ইচ্ছা করলে জানাতে পারেন।আমি রিপল আর জেলিকা হোল্ড করেছি। আশা করি সবাই মতামত দিবেন!
ভাই আমি আছি প্রাইভেসি কয়েন নিয়া।ডিপ অনিয়ন, মনেরো আর পি.আই.ভি.এক্স কিনছি কিছু।এখন কারডানো নেয়ার চিন্তা করতেছি।
ফ্রিতে উপদেশ দেই, মাইন্ড কইরেন না।
কোন ইউটিউবার কে বিশ্বাস করবেন না।কারন তারা পেইড রিভিউ করে।
না ভাই মাইন্ড করব কেন! আপনি ভালো কথাই বলেছেন।আমিও বিষয়টা খেয়াল করেছি।এজন্য নিজে এনালাইসিস করার কথাও বলেছি।আমারও কিছু অনিওন ছিল সেল করে দিয়েছি। আবারো কিছু কিনবো ভাবছি।প্রাইছ তো অনেক কম।কেনার জন্য উপযুক্ত সময়।কি বলেন ভাই??