Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (bangla)
by
Static420
on 09/06/2018, 17:55:26 UTC
রহস্যময় সাতোশি

এক পয়সা যেমন এক টাকার সবচেয়ে ছোট একক, সাতোশি তেমনি বিট কয়েনের সবচেয়ে ছোট একক। এক বিট কয়েনের ১০ কোটি ভাগের ১ ভাগের নাম হলো সাতোশি। বিট কয়েনের সবচেয়ে ক্ষুদ্র একক। এই সাতোশি নামটার মধ্যে বিরাট রহস্য জড়িয়ে আছে, যা আজ পর্যন্ত সমাধান হয়নি। সেই রহস্য এসেছে সাতোশি নামের মানুষটা থেকে। পুরো নাম সাতোশি নাকামোতো। কেউ তাঁকে দেখেনি। ২০০৮ সালে তিনি যুগান্তকারী এক প্রবন্ধ নিয়ে অনলাইনে আবির্ভূত হন। তিনি ফোরামে কিছু কিছু পোস্টিং দিতেন, হাতে গোনা কিছু মানুষের ই-মেইলের উত্তরও দিতেন। হঠাৎ ২০১১ সালে তিনি তাঁর অগণিত অনুসারীকে রেখে অনলাইন থেকে প্রস্থান করেন এবং সম্পূর্ণ উধাও হয়ে যান। তাঁর পরিচয় বের করার জন্য বহু চেষ্টা, বহু গবেষণা হয়েছে, কিন্তু কেউ তাঁর প্রকৃত পরিচয় বের করতে পারেনি। তাঁর কাছে যে পরিমাণ বিট কয়েন আছে বলে ধারণা করা হয়, বর্তমান মূল্য পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। কিন্তু এমন একটি মহাপ্রতিভাবান মানুষ, যিনি এখন পৃথিবীর শ্রেষ্ঠ সফল মানুষদের একজন, পর্দার অন্তরালে থেকে থেকে হাওয়া হয়ে গেলেন!

যে মানুষটির নাম বিভিন্ন কারণে অক্ষয় হয়ে থাকবে, তিনি তাঁর পরিচয় কোনো দিন দেবেন না বলে পণ করেছেন, যার আপাত কোনো কারণই নেই। সেটাই একটা বিরাট রহস্য।

যে মানুষটির নাম বিভিন্ন কারণে অক্ষয় হয়ে থাকবে, তিনি তাঁর পরিচয় কোনো দিন দেবেন না বলে পণ করেছেন, যার আপাত কোনো কারণই নেই। সেটাই একটা বিরাট রহস্য।