Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
etibrahim24
on 14/06/2018, 13:49:48 UTC
বিটকয়েন প্রাইস যেভাবে কমছে, কাজ করেওতো মজা পাই না। অন্তত ১০কে থাকলেও হয়তো সবসময়। ২০১৮তে বাড়ার কথা প্রাইস উলটো একেবারে কমে গেল। ডিসেম্বরের আগে যদি না বাড়ে তাইলে ভাবতে হবে সবই স্ক্যাম
কিছুদিন আগে একটা বড় অংকের বিটকয়েন হ্যাকার দ্বারা চুরি হয়েছে.....আর আমার মনে হয় এর জন্যেই বিটকয়েন এর প্রাইস হঠাৎ করে এত কমেছে