এটা বাঙালি থ্রেড এখানে সবাই বাংলায় কথা বলতে পারেন। বিটকয়েন টক একটি ফরম সাইট এটা বিটকয়েন ডিস্কাসনের যায়গা। আমি মনে করি এখানে যারা কাজ করে তাদের মদ্দে বিটকয়েন সম্পর্কে জ্ঞান আছে, যাদের মদ্দে এটির সম্পর্কে বেশি জ্ঞান আছে তারা অন্যদের সাহায্য করুন। এটা ফেসবুক, টুইটারের মোত কোনো সামাজিক মিডিয়া নয় যে এখানে, হাই, হেলো, কেমন আছো, কি করো, শুভ সকাল, শুভ রাত্রি, লিখবে, এইগুলা লিখলে তাকে রিপোর্ট দেওয়া হবে।তাই কেও এখানে কোনো অমুলক কথা লিখবেন না।