বিট কয়েন পদ্ধতি অনেকটা নতুন বিষয়। এটাও এক ধরনের পেইজা, পেপাল, মানি বুকার্স এর মত বিট কয়েন লেনদেন পদ্ধতি বা গেট ওয়ে। বর্তমানে পৃথিবীর অনেক দেশেই বিভিন্ন গেটওয়ে পেমেন্ট প্রসেস হিসাবে অনেক সাইটে বিট কয়েন পদ্ধতি যুক্ত করা হয়েছে।
হ্যা ঠিক কিন্তু এখনও বাংলাদেশ সহ ৭ টি দেশে বিটকয়েন অবৈধ। তবে একদিন বাংলাদেশ সহ সারা বিশ্বে বিটকয়েন ব্যবহারের অনুমতি পাবে বলে আসা করা যায়।