Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
pkmoney
on 05/07/2018, 11:06:14 UTC
কইটা activity হলে  jr member হওয়া যাই।
ব্র্যান্ড নতুন: 0 অ্যক্টিভিটি
নিউবায়: 1-29 অ্যক্টিভিটি
জুনিয়র মেম্বার: 30-59 অ্যক্টিভিটি
মেম্বার: 60-119 অ্যক্টিভিটি
ফূল মেম্বার: 120-239 অ্যক্টিভিটি
সিনিয়র মেম্বার: 240-479 অ্যক্টিভিটি
হিরো মেম্বার: 480 অ্যক্টিভিটি
লেজেনডারি: 775 এবং 1030 অ্যক্টিভিটি এর মধ্যে
ধন্যবাদ এইভাবে বুঝিয়ে বলার জন্যে।এক্টিভিটির পাশাপাশি মেরিট ও লাগবে।
মেম্বার- ১০ মেরিট
ফুল মেম্বার- ১০০ মেরিট
সিনিয়র- ২৫০ মেরিট
হিরো- ৫০০ মেরিট
লিজেন্ডারি - ১০০০ মেরিট
আশা করছি সবাই ভালো রকম পোস্ট করবেন যাতে বেশি বেশি মেরিট অর্জন করতে পারেন। আমার কাছে যদিও বেশি মেরিট নাই, তবু আমি আপনাদেরকে মেরিট দেব এবং সহায়তা করব।
ধন্যবাদ সবাইকে।