Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (bangla)
by
Jinatfatm
on 05/07/2018, 12:01:30 UTC

শুধু একষ্টিবিটি বারলেই  চলবে না।কারণ একষ্টিবিটি বারলে আপনি জুনিয়ার মেম্বার থেকে  কখনো মেম্বার হতে পারবেন না।এজন্য আপনাকে মেরিট বাড়াতে হবে। আর যুদি আপনি মেরিট বাড়াতে না পারেন আপনার পজিশন চেঞ্জ হবে না। তার জন্য আপনাকে অবশ্যই মেরিট বাড়াতে হবে।তা না হলে আপনার পজিশন কোনদিন চেঞ্জ হবে না।

ঠীক বলছেন ভাই বাট এখন মেরিট পাওয়া টা আকাশের তারা ভাই
মেরিট পাওয়া আকাশের তারা হবে কেন ভাই? আপনি যদি ভালো মানের পোস্ট করেন তাহলে অবশ্যই পাবেন। mdayonliner কে চেনেন।বাংলাদেশী ভাই।উনি মেরিট সিস্টেম আসার পর ফুল মেম্বার হইছে, এখন ১৮২ মেরিট নিয়ে এগুচ্ছে।সো, সহজ তবে চেষ্টা থাকতে হবে।
Edit: আমি আপনার লাস্ট কিছু পোস্ট চেক করে মেরিট দিতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত।
আচ্ছা ভাই আমার এক্টিভিটি বাড়ছে না কেন? ২৮ এ এসে আটকে গেছে সামনে এগুচ্ছে না।
কারণ টা কি বলতে পারবেন?