আমি জুনিয়র মেম্বর ছিলাম এখন দেখি নিওবায় কারন বুঝলাম না কি সমস্যা কেউ প্লিজ জানাবেন
আপনি জুনিয়র মেম্বার থেকে নিউবায় হওয়ার কিছু কারন রয়েছে।
★ হয়তো আপনি আপনার পোস্ট গুলো ডিলিট করে দিয়েছেন। এর কারনে অ্যাক্টিভিটি কমে নিউবায় হয়েছেন।
★ হয়তো আপনার করা পোস্ট গুলো নিম্ন কোয়ালিটিরর হয়েছিলো তাই মডারেটর আপনার পোস্ট ডিলিট করে দিয়েছে তার কারনে আপনার অ্যাক্টিভিটি কমে আপনি নিউবায় হয়েছেন।
★ হয়তো আপনি আপনার অ্যাকাউন্ট অনেকদিন যাবত লগ আউট করে রেখেছিলেন আপনি মনে হয় অনেকদিন যাবত আপনার আইডিতে কোনো রকম পোস্ট করেননি তাই আপনার পোস্ট সংখ্যা শুন্য হয়ে গেছে যার কারনে আপনার অ্যাক্টিভিটিও শুন্য হয়ে গেছে আর আপনি হয়ে গেছেন নিউবায়।
# সাধারণত এইসব কারনেই অ্যাক্টিভিটি কমে যায়।