আমার পোষ্ট গুলা ডিলিট করে দেওয়া হয় কেন বুঝতাইছি না।কেউ কি সাহায্য করবেন। কেমনে পোষ্ট করলে ডিলিট করবে না।
আপনি সবসময় স্পামিং পোস্ট করেন যেমন হাই, হেলো, কেমন আছেন, কি করেন ইত্যাদি তাই আপনার পোস্ট ডিলিট কোরে দেওয়া হয়। আপনি ভালো ভালো পোস্ট করুন তাহলে আপনার পোস্ট ডিলিট করবে না। আবার বলতে পাড়েন কেমন ভালো পোস্ট।
১. আপনি যা পোস্ট করবেন তাতে যেনো সহায়ক বা তথ্যমমূলক কোনো কিছু থাকে
২. আপনি কাওকে কোড কোরে তার অজানা উত্তর দিতে পাড়েন
৩. আপনি বিটকয়েন সম্পর্কে আপডেট কিছু পোস্ট করতে পাড়েন
৪. আপনি কোনো সাহায্যমূলক পোস্ট কোরে সাহায্য চাইতে পাড়েন
ঐ সব অনুযায়ী পোস্ট করলে আপনার পোস্ট ডিলিট করবে না। সাথে আপনি মেরিটও পেতে পাড়েন।