মেরিট কিভাবে বাড়বে, কেউ যদি একটু আইডিয়া দিতেন😒✌
মেরিট বাড়ানোটা ভাই একদিনের বিষয় না। আপনি ফোরামে ইনফরমেটিভ কিছু শেয়ার করতে পারেন ক্রিপটোকারেন্সি সম্পর্কে। বিভিন্ন পোস্টে ঐ বিষয় সম্পর্কে কোন মতামত বা জানার থাকলে তা দিতে পারেন। মোট কথা আপনাকে ফোরামে একটিভ থাকতে হবে। নতুন কোন মেম্বার যদি কোন প্রশ্ন করে থাকে এবং তার উত্তর যদি আপনার জানা থাকে আপনি সুন্দর করে এনসার দিয়ে দিতে পারেন। আপনার কোন একটা ভালো পোস্ট ফোরামের উচ্চরেন্কধারী কোন মেম্বারের চোখে পরলে যদি তার ভালো লাগে তা হলে সে আপনাকে মেরিট সেন্ড করতে পারে। মোট কথা হলো আপনি ফোরামে একটিভ থেকে মানসম্মত পোস্ট করলে মেরিট একদিন এমনিতেই আসবে।