Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
nurulislam12
on 25/07/2018, 17:29:09 UTC

আসলে আমরা বিটকয়েন্টক নিয়ে যা ভাবি তা নয়। আমরা সকলে এই আশা নিয়েই এই সাইট এ কষ্ট করে একাউন্ট খুলি, কেউবা অন্য কারো কাছে থেকে এই আশা নিয়েও একাউন্ট খুলি যে বিটকয়েনটক এ একাউন্ট খুললেই মনে হয় টাকা আয় করা যায়।কিন্তু এ ধারণা সম্পুর্ন ভুল। কেননা বিটকয়েনটক হলো একটি ডিসকাশন ফোরাম যেখানে প্রফেশনাল ক্রিপ্টো-এক্সপারটদের আনাগোনা। আর এই ফোরামের মেইন টপিক্স হলো ক্রিপ্টো ওয়ার্ল্ড। এই ফোরামে এক্সপার্টরা তাদের নলেজ শেয়ার করে এবং নতুনরা তা থেকে শেখে। আর হ্যা বিটকয়েনটক থেকে ইনকাম ও করা যায় তাও আবার ভালো অংকের রিওয়ার্ড পাওয়া যায়। কিন্তু আপনি যেটা ভেবে একাউন্ট খুলেছেন সেভাবে কোনোদিনও আপনি ইনকাম করতে পারবেন না। আরও এই সাইটটাকে অনর্থথক বলে মনে হবে। আসলে ইনকাম করতে চাইলে যেকোনো থ্রেডে বসে বসে অনর্থক পোষ্ট দিয়ে এক্টিভিটি বারিয়ে কোনো লাভ নেই। ইনকাম করতে চাইলে আপনাকে কাজ করতে হবে। আর কাজ টা হলো ভালো কোনো ICO প্রজেক্টের একজন এনাউন্সারের কাজ করা, আর তাদের হয় সঠিক কাজ করতে পারলে তাদের বাজেট এর মোট অংশের একটি নির্ধারিত অংশ এনাউন্সারদের রিওয়ার্ড হিসেবে দেওয়া হয়। আর সেই রিওয়ার্ড হলো সেই সব প্রজেক্ট এর টোকেনসমুহ। আর ওই টোকেন গুলোই হলো আপনার আয়