Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
ALEX JAHID
on 26/07/2018, 09:39:33 UTC
আমার উদ্দ্যেশ্য আসলে আপনি বিটকয়েনকে বৈধ বলেছেন কি না তা না। বাংলাদেশর অধিকাংশ মানুষ যারা বিটকয়েনের উপযোগিতা সম্পর্কে জানে তারা সবাই বিটকয়েনকে সাপোর্ট করে। এটা ফেসবুকসহ অন্যান্য বহু জাতিয় ও আন্তর্জাতিক মিডিয়ার পোস্টেও দেখেছি।
বিটকয়েন লিগালিটি পায়নি মাত্র ৬টি দেশে। সেদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভিয়তনাম, কিরগিজিস্তান, বলিভিয়া, আইসল্যান্ড, ইকুয়েডর আর সম্প্রতি নেপালে বিটকয়েনের উপর নিষধাজ্ঞা জারি করা হয়েছে। আপনারা যে সন্দেহ পোষণ করতেছেন, তা একদমই অমূলক নয়। আনঅফিসিয়ালি বিটকয়েন বাংলাদেশে অবৈধ হয়তো নয়; তাহলে নিশ্চয়ই দু'চারটা গ্রফতারের ঘোষণা শোনা যেত, যেমনটা দেথা গেছে নেপালে।
কিন্তু অফিসিয়ালি বিটকয়েন এখনও বাংলাদেশে অবৈধই বটে। একসময় নিশ্চয়ই বিটকয়েন ব্যবহার করার অধিকার আমাদের দেশসহ সারা বিশ্বে মানবাধিকার হিসেবাই পরিণিত হবে বলে আমার বিশ্বাস।