আপনারা অনেকে জানেন বিটকয়েন ৬টি দেশে অবৈধ। দেশগুলো হলো।বাংলাদেশ, ভিয়তনাম, কিরগিজিস্তান, বলিভিয়া, আইসল্যান্ড, ইকুয়েডর আর নেপাল। আমাকে কয়েকজন বলেছেন কিসের জন্য বৈধ না।
বিটকয়েন মূলত ব্লাক মানি কারণ বিটকয়েন যে কেউ তৈরি করতে পারে তাদের হাইটেক কম্পিউটার দ্বারা...আর এর জন্যেই বিটকয়েনকে কিছু কিছু দেশ " ব্লাক মানি" মানে কালো টাকা হিসেবে Allow করে না..
আপনার মতামত সঠিক নয়, বিটকয়েন ব্ল্যাকমানি নয় কোনোদিকদিয়েই, এটা একটা যুগান্তকারী উদ্যোগ অর্থনীতিকে ডিজিটালাইজড করার ক্ষেত্রে, বিটকয়েন এখন বিশ্বের বড়বড় কোম্পানিগুলো এক্সেপ্ট করতে শুরু করেছে দিনকে দিন বিটকয়েন জনপ্রিয়তা লাভ করতেছে তা অবশ্যই ওপেন মার্কেটে কোন আন্ডারওয়ার্ল্ড মানি নয় এটা।