Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Salauddin1994
on 16/08/2018, 03:10:22 UTC

আমি  আপনার সবাইর অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই, আমি bounty/airdrop থেকে একটি টোকেন পেয়েছি, কিন্তু এটি বিক্রি করার বিষয়ে আমি বিভ্রান্ত, এবং এখানে জিজ্ঞাসা করতে চাই কেন টোকেন মূল্য ICO মূল্য থেকে আলাদা? ICO, কি এমন টোকেন আছে যা ICO হিসাবে একই বা বেশি ব্যয়বহুল? যদি এটা পার্থক্য না হয়? দয়া করে আমাকে জানান। আগাম ধন্যবাদ  Smiley

আমার পুরো পোস্ট কপি করে দেওয়ার মানে কি? নিজের কিছু জানার থাকলে এখানে পোস্ট দেন। অন্যের পোস্ট ডিরেক্ট কপি করে দিলে যদি কেও রিপোর্ট করে তাহলে নেগেটিভ ট্রাস্ট বা বেন্ড খাইতে পারেন। সময় থাকতে সাবধান হয়ে জান।

পোস্ট কপি  করা ঠিক না । পোস্ট কপি করলে আইডি নেগেটিভ ট্রাস্ট বা বেন্ড  হতে পারে। তাই আমাদের সাবধানে কাজ করা উচিত।
কপি করলে ব্যান নিশ্চিত।একটা কপি ধরা পরলেই যথেষ্ট।আর কপি করে বাচার উপায় নাই বললেই চলে।আজ হোক কিংবা কাল, আপনি ব্যান খাবেন।সো, কপি করা থেকে বিরত থাকুন।
হা ঠীক বলেন। কিন্তুু এটা অনেকে বুঝে না।  পোস্ট কপি নিজের ও সমস্যা হয় আবার যার পোস্ট কপি করে তাকে ও সমস্যায় পড়তে হয়। আমাদের উচিত এই গুলো বর্জ্যন করা।


ডাইরেক্ট পোষ্ট কপি করলে ব্যান তো খাবেই এটাই সাভাবিক। তবে একটা উত্তর বেশি ঘুরিয়ে পেছিয়ে না দিয়া, সামান্য কপি করে নিজের মতো করে লেখলে এতে সমস্যা হবে না। তবে ডাইরেক্ট কপি করলে ব্যান হবে।
কপি মানে কপি।আপনি একটুও কেন কপি করতে যাবেন।এইটা তো খারাপ কথা।আমরা সবাই কম বেশি লিখতে পারি।অন্তত পক্ষে যা পারি নিজের মতামত টা তুলে ধরাটাই শ্রেয়।অন্যের মতামত নয়।

আপনি একটা পোষ্ট  থেকে ধারনা নিতে পারেন। ধারনা নিয়ে নিজের মত করে একটা উত্তর দিবেন। নিজে মত করে উত্তর দেওয়া ভাল।
[/color]

আপনি এখানে অন্যের পোষ্ট থেকে কি ধরনের ধারনা নিতে ব্লেছেন আমি আসলে ভিষয়টা বুঝিনি, দয়া করে একটু বিস্তারিত
 বলেনHuh এখানে যে নিয়ম গুলা আছে আমার মনে হয় আপনি সবগুলা ভালো করে পরেন নাই, দয়া করে আগে নিয়ম গুলা পড়ুন তার পরে পোষ্ট করুন।

https://bitcointalk.org/index.php?board=39.0

https://bitcointalk.org/index.php?board=24.0

https://bitcointalk.org/index.php?board=5.0