কোন পোষ্ট ডিলেট হওয়ার ম্যাসেজ পাওয়া যায় না, কিন্ত তার পর ও দেখা যায় মাঝে মাঝে একটিভিটি কমে যায় এটার কারন কি?
আপনার পোষ্ট বিভিন্ন্য কারনে ডিলেট হয়ে যেতে পারে, যদি আপনি স্প্যাম করেন তাহলে পোষ্ট ডিলেট হতে পারে, যদি আপনি খারাপ কোন পোষ্ট করেন তাহলে আপনার পোষ্ট ডিলেট হয়ে যেতে পারে, একটিভিটি কমে যাওয়ার মুল কারন হচ্ছে আপনি যে থ্রেড এ পোষ্ট করেছেন সেই থ্রেড কোন কারন বসত ডিলেট হয়ে গেলে বা আপনার পোস্টটি ডিলেট হয়ে গেলে একটিভিটি কমে যায়।
অনেক সময় ২-১ দিন কমেন্ট না করলে একটিভি কমে যায় এটার কারন ও কি সেম? আর এটা তো কমতেই থাকে দেখা যায় একটিব না হলে?