Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Jemmy01
on 18/08/2018, 20:51:51 UTC
আইডি এর বয়স ৪৫ দিন হওয়ার
 আগে মানসম্মত কমেন্ট করে কি জুনিয়র মেম্বার
হওয়া যায়? নাকি জুনিয়র মেম্বার হওয়ার
 জন্য আইডি এর বয়স ৪৫ দিন হওয়া লাগেই?
অ্যাক্টিভিটি তার নিজের নিয়মে বাড়তে থাকে। প্রতি ১৪ দিন পড় পড় ১৪ টা করে অ্যাক্টিভিটি বাড়ে সেই হিসেবে আপনার জুনিয়র মেম্বার হতে ৪২ দিন সময় লাগে।তবে আপনি যদি সিস্টেমের মদ্ধে পড়ে যান তাহলে আপনি হয়তো ২৯ দিনেই জুনিয়র মেম্বার হতে পাড়বেন। যেমন ধরুন অ্যাক্টিভিটি বাড়ার দিন ১৪ দিন পড়  বুধবার হয় আপনি ১৩ দিন এর দিন মানে মঙ্গলবারে অ্যাকাউন্ট করেছেন ও আপনি ১৪ টা পোস্ট করেছেন অ্যাক্টিভিটি ১৪ টা হয়েছে। সেই ক্ষেত্রে বৃহস্পতিবার থেকে আপনার আবার নতুন গণনা শুরু হবে এ ক্ষেত্রে আপনি মাত্র ১৫ দিনে ২৮ টা অ্যাক্টিভিটি পাইতেছেন তার পর ১৪ দিন পড়ে  আপনার আরও ১৪ টা অ্যাক্টিভিটি হবে। এ ক্ষেত্রে আপনি ২৯ দিনের জুনিয়র হতে পারবেন। তবে বোঝা মুস্কিল যে কবে থেকে গণনা শুরু হবে। তাই বেশিরভাগ ক্ষেত্রে জুনিয়র মেম্বার হতে ৪২ দিন সময় লাগে। আসা করি বুঝাতে পেড়েছি ।

ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য 😊
আমি প্রতিদিন একটা করেই পোষ্ট করে যাবো।
দেখা যাক কি হয়। নিজের এক্সপেরিয়ান্স টা পরে শেয়ার করবো।