আমি ২টা পোস্ট দিলাম কিন্তু এখন দেখি ঐ গুলা নাই কারণ কি

স্পাম এর কারনে পোষ্ট ডিলেট হয়ে গেছে আপনার । যদি এমন হয় তবে মেসেজে নোটিফিকেশন পাবেন। আর যদি নোটিফিকেশন না পেয়ে থাকেন, তাহলে, আপনি যে থ্রেডে পোষ্ট করেছেন সেটি কোন কারনে ডিলেট হয়ে গেছে। তবে নতুন হিসাবে আপনার জন্য একটায় সাজেশন, স্পাম করবেন না আর কপি পোষ্ট করবেন না।