Twitter ছাড়া শুধু মাত্র Facebook দিয়ে কি কাজ করা যাবে

জ্বি করা যাবে কাজ। এর জন্য ফ্রেন্ডস এবং ফলোয়ার থাকা লাগবে বেশি। ফেসবুকের জন্য যতো পারছেন্ট নির্ধারন করা থাকবে সেটা ফ্রেন্ড এবং ফলোয়ার অনুযায়ী পেয়ে যবেন। তবে ফেসবুকের থেকে টুইটার বাউন্টি বেশি পাওয়া যায় । তুলনামুলক কম পাওয়া যায় ফেসবুক বাউন্টি।