Post
Topic
Board Other languages/locations
Merits 5 from 3 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Salauddin1994
on 28/08/2018, 10:50:07 UTC
⭐ Merited by MDKANON1992 (3) ,cryptofarid10 (1) ,shagorbleed (1)
anyone noticed? No ico or project wants Bengali translation. why???- because we are not in good communication.  you can also describe it as we are not organised or in a group.   

আপনার সাথে আমি একমত আসলে আমরা বাংগালিরা খালি পারি স্পায়মিং করতে তাছাড়া আর কিছুই পারিনা, আমার মাঝে মাঝে মনে হয় স্প্যামিং আমাদের রক্তে মিসে আছে, আসলে অনেক খারাপ লাগে যখন দেখি কিছু অসাদু মানুষের জন্যে আমরা সকল শুবিধা থেকে বঞ্চিত হই তখন, আসলে মনে হয় আমাদের কপাল গুলা জন্মগত ভাবেই খারাপ আসুন আমরা সবাই মিলে সব নিয়ম কানুন মেনে চলি, এবং সকল ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকি, আসলে টাকার জন্যে না এখানে কাজ করতে আশা ঠিক হবেনা,  ভালোবাসা নিয়ে কাজ করতে হবে, আর একে অপরকে সাহায্য করার চেষ্টা করতে হবে যেন সবাই খারাপ বা অপরাধ মুলক কাজ যাতে না করে সেই দিকে আমাদের ভালোভাবে খেয়াল রাখা দরকার।