আমাদের বাঙালি thread এ কোন মডারেটর নাই এ জন্য স্পামিং পোস্ট হতো এখন আগের থেকে অনেক স্পামিং পোস্ট কমে গেছে আমি আশা করি আপনারা কেউ স্পামিং পোস্ট করবেন না এখন কিন্ত কপি পোস্ট স্পামিং পোস্ট দরা পরলে সাথে সাথে ব্যান করে দেওয়া হচ্ছে। তাই আপনারা স্পামিং কপি পোস্ট থেকে বিরত থাকুন।
আমরা মেম্বার রা সতর্ক থাকলেই করতে পারবেনা স্পামিং। আমরা নিষেধ করার পর ও যদি করে আবার স্পামিং তখন রিপট মারবেন ব্যাস কাজ শেষ। আইডি একবার ব্যান খাইলে অন্য আইডি দিয়া আসলে সতর্ক থাকবে তখন।