কেউ একটু জানাবেন বিটকয়েনের লীডে কোন দেশ আছে? মানে যারা মোটামুটি এটা নিয়ন্ত্রণ করে। আরেকটা জানার বিষয় ক্রিপ্টোকারেন্সি কি সরকারের পৃষ্ঠপোষকতায় সৃষ্টি নাকি অন্য কেউ বানিয়ে ছিল পরে তা অনুমোদন পায়?
কোন দেশ এইটাকে নিয়ন্ত্রণ করছে না।এইখানে কারো হস্তক্ষেপ নাই।
সরকারের কিংবা থার্ড পার্টির হাত থেকে নিস্তার পাওয়ার জন্যেই মুলত ক্রিপ্টো কারেন্সি। তাই এইখানে কারো কোন হাত নেই।এইটা সত্যি যে অনেক সময় বেশির ভাগ ক্রিপ্টো কারেন্সি মেনিপুলেটেড হয়ে থাকে।মানে কেউ বা কতিপয় মানুষ ইচ্ছে করে দাম বাড়ায় কিংবা কমায়।এইটা আসলে নির্ভর করে কয়েনের দাম আর সাপ্লাই এর উপর।
বিটকয়েনের নিদিষ্ট কোন নিয়ন্ত্রণকারী নেই। বিটকয়েনের ব্যাবহারকারিরাই এটা নিয়ন্ত্রন করে থাকে।