Hi
এটা হাই হ্যালো দেওয়ার জায়গা না ভাই। বান খাইতে পারেন। এসব দিয়েন না আর ভাই।
আপনিও স্পাম করছেন।এক নাগাড়ে ৩টা পোস্ট না করে একটাতেই সব করতে পারতেন।
জুনিয়র মেম্বার হয়ে যাওয়ার পর স্প্যামিং করে আদৌ কোনো লাভই নেই। কারণ পরের র্যাংকে যেতে মেরিট লাগবে। আর মেরিট তো স্প্যাম করলে জীবনেও পাবে না।
কে শুনে কার কথা? এরপরেও দেখা যাবে স্প্যামিং করেই যাচ্ছে। তবে এখন আগের চেয়ে অনেক কম স্প্যাম কমেন্ট হয়। আগে ভাল কোনো কমেন্টই ছিলো না বলতে গেলে।