নতুন যোগ করা ৩৬ টা মেরিট সোর্স কোথায় আছে? বিস্তারিত লেখা কোন পোষ্ট পেলাম না তো ।
৩৬ টা সোর্স কি কি?
এইখানে কোন কোন পারসন সোর্স কিভাবে হলেন, কিসের ভিত্তিতে সেটা বুঝতে হবে। অনেক ডিপ একটা বিষয়। সিম্পলভাবে থেয়মসের কথা অনুযায়ী প্রথম দিকে এই লিস্ট ছিলনা...
Certain users are designated as "merit sources". They can create new merit out of nothing, up to a limited number per month (which differs per source). I will not be posting a definitive list of merit sources (so that people don't bug them too much), though you'll soon figure out who they are if you pay attention.
বাট এখন আমরা জানতে পারি সোর্স কারা। সেটা মূলত হয়ে থাকে টপ মেরিট সেন্ড যারা করেন তাদের মধ্যকার মেম্বেররা। এইখানে মনে রাখা দরকার থেয়মস কিন্তু টোটাল কারা মেরিট সোর্স এই লিস্ট সবার জন্য ওপেন রাখেননি। বরং
টপ মেরিট সেন্ডার এর লিস্ট থেকে একটা আইডিয়া পাওয়া যায় এবং অন্য দিকে
মেরিট স্ট্যাট থেকে জানা যায়, ১২০ জন কারেন্টলি মেরিট সোর্স। এদেরকে এমন পাওয়ার দেওয়া আছে যে এরা প্রতি মাসে কিছু নির্দিষ্ট সংখ্যার মেরিট অটো ক্রিয়েট করতে পারবে অন্য কারো কাছ থেকে মেরিট বা স্মল মেরিট না নিয়েই। যেহেতু এই মেরিটগুলা অবশ্যয় প্রতি মাসে যেসকল ফোরাম পোষ্ট পাওয়ার যোগ্য তাদেরকে দিতেই হবে, সো আরও নিউ ৩৬ জন সোর্স মেরিট বাড়াইয়ে থেয়মস আমাদের জন্য অনেকটাই ইজি করে দিলেন মেরিট অথবা স্মল মেরিট পাওয়ার দিক থেকে।