আজ থেকে নতুন নিয়ম চালু হয়েছে জেআর মেম্বারদের জন্য। এখন থেকে জে আর মেম্বার হতে গেলে মিনিমাম ১ টা মেরিট পেতে হবে, যারা পুরাতন জেআর মেম্বার আছে অথচ ১ টা মেরিট পাননি এখনো তাদেরকে নিউবিতে ডিমোট করা হয়েছে-বিষয়টাকে অনেকে অনেকভাবে দেখছেন কিন্তু আমি বিষয়টাকে ইতিবাচক হিসেবে নিয়েছি কারণ ফোরামে গারবিজ পোস্টে দিন দিন ভরে যাচ্ছে দেখলাম। না বুঝেই অনেকে কমেন্ট করে এমনকি কোন বাউন্টি শেষ হওয়ার ২ মাস পরেও অনেকে সাপ্তাহিক রিপোর্ট জমা দেয় যা খুবই হাস্যকর অথচ তাদের বলার পরও দেখলাম তারা খেয়ালই করেনা। সবাই পোস্ট কোয়ালিটির দিকে খেয়াল রাখলে মনে হয় মেরিট পাওয়া যেতে পারে যা আমাদের কাম্য।