Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
kabirhusen
on 20/09/2018, 08:06:36 UTC
notun bounty ki vabe pawa jai kaw ki janen ? janle inform korben.
নতুন বাউন্টি আপনি দুইটি সেকশনে পাবেন।এক্টি হচ্ছে  সার্ভিছ https://bitcointalk.org/index.php?board=52.0 (বিটকয়েন পেমেন্ট) আরেক্তি হচ্ছে  এল্টাকয়েন বাউন্টিছ https://bitcointalk.org/index.php?board=238.0 (এল্টাকয়েন পেমেন্ট)

Jr member হতে মোট কয়টি পোস্ট করতে হবে?
কেউ জানলে বলবেন......

মেম্বার হতে হলে আপনাকে প্রথমত ৩০ টি পোস্ট এবং ৩০ টি এক্টিভিটি সাথে মিনিমাম ১ টি মেরিট উপার্জন কদরে নিতে হবে। বিস্তারিত জানতে দেখুন https://bitcointalk.org/index.php?topic=2766177.0 এবং https://bitcointalk.org/index.php?topic=5030366.0

Sr. Member Vai dherr Help Laagbo... Merit err jonno Taii... Plzz Help Mee...
হেল্প যে কোন মেম্বার থেকেই পাবেন।তার জন্য আপনাকে নিয়ম অনুসরন করতে হবে। কুনো কারন ছাড়া কেও আপনাকে মেরিট দিতে পারবে না।দিলে সে মেরিট স্পামার হবে। ছো,ভাল পোস্ট করেন,এবং অপরকে সাহায্য করেন। কেও না কেও আপনাকে সাহায্য করেই থাকবে।