ডিজিটাল কারেন্সি বিটকয়েনের মূল্য এক সপ্তাহেরও কম সময়ে এক তৃতীয়াংশ কমেছে।গত সপ্তাহের শুরুতে এর মূল্য ছিলো ২০ হাজার ডলারের কাছাকাছি। কিন্তু শুক্রবার বিটকয়েনের দাম কমে দাঁড়ায় ১১ হাজার ডলারে।এবছরের শুরুর দিকে বিটকয়েনের দাম ছিলো এক হাজার ডলারের মতো। তারপর থেকে এর মূল্য হঠাৎ করেই বাড়তে থাকে।bitcoin-techshohorবিশ্লেষকরা আগে থেকেই এতে বিনিয়োগের ব্যাপারে সতর্কবার্তা দিচ্ছিলেন। এর মধ্যেই গত কয়েক দিন ধরে এর দাম পড়তে শুরু করেছে। সেই পতন এখনো অব্যাহত রয়েছে।ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত ওয়েবসাইট ক্রিপ্টোকমপেয়ারের প্রতিষ্ঠাতা চার্লস হাটার বলেছেন, চড়া দাম হওয়ার কারণে অনেকেই বিটকয়েন বিক্রি করে দিয়ে অর্থ তুলে নিচ্ছেন। ফলে এখন তার দাম পড়ে যাচ্ছে।এই পরিস্থিতিতে বিটকয়েনের পেছনে বিনিয়োগের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন অর্থনীতিবিদরা।