ভাইয়া, আপনেরা Bitcoin বেচাকেনার লাইগা কোন exchange ব্যবহার করতাছেন?
বিটকয়েন কেন বেচার জন্য আপনি Localbitcoins.com সাইট টি ব্যাবহার করতে পারেন। এখানে আপনি আপনার পছন্দ মত পেমেন্ট প্রছেছর এর দ্বারা টাকা নিতে পারবেন বিটকয়েন সেল করে।
Localbitcoins.com ছাইড়া আর কোনখানে বেচাকেনা করা যাইব?
আপনি যদি বিটকয়েন বা ইথারিয়াম কিনতে বা বেচতে চান তাহলে আপনি
mdayonliner এর সাথে যোগাযোগ করতে পারেন আশা করি কোন সমস্যা হবেনা, কারন আমি যতোদুর জানি অনি এই ফোরামের ট্রাস্টেড একজন ট্রেডার বাংলাদেশি, এরোকম আরো অনেকেই বাংলাদেশে আছেন যারা কেনাবেচা করেন, কোন সাইট বা এক্সচেঞ্জার থেকে কেনা বেচা করতে গেলে $=TK এর রেট একটু কম পাবেন এটাই।
আপনি আরো অনেক সাইটেই বিটকয়েন সেল করতে পারবেন।আপ্নি কি বিটকয়েন সেল করে টাকা নিতে চাচ্ছেন নাকি ইথরিয়াম অথবা অন্য কুনো কয়েন পেতে চাচ্ছেন? যদি আপনি অন্য কোনো প্রকার কয়েন কিনতে চান সেক্ষেত্রে আপনি Binance ব্যাবহার করতে পারেন। এছারা Paxful এও আপনি সেল করে টাকা নিতে পারেন।
আর ফোরামের কারো কাছে বিক্রয় করার পুর্বে অবশ্যইন ইস্ক্রো এর সাহায্য নিবেন। নয়তোবা আপনি প্রতারনার স্বিকার হতে পারেন।