Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
by
mdayonliner
on 25/09/2018, 09:32:57 UTC
⭐ Merited by Jrashid (1)

আমরা বাংলাদেশের বিটকয়েনটক ব্যাবহারকারীরা এখনো এত বড় পরিসরে যেতে পারি নাই যে এখনই আমরা একটা সাব-বোর্ড এর আবেদন করতে পারব। তাই এই টপিকটাকে আমি মেইন টপিক হিসাবে ধরে নিয়ে - সম্পূর্ণ একটা কাল্পনিক সাব-বোর্ড তৈরি করার চেষ্টা করব। আশাকরি বাংলাদেশের বিটকয়েনটক ব্যাবহারকারীরা এ থেকে একটা ভাল বিটকয়েনটক যাত্রা শুরু করতে পারবেন।

বিটকয়েন ফোরাম (Bitcoin Forum)
-- বিটকয়েন আলোচনা (Bitcoin Discussion)
-- উন্নয়ন ও কারিগরি আলোচনা (Development & Technical Discussion) শিগ্রই আসছে - কাজ করছি
-- মাইনিং (Mining) শিগ্রই আসছে - কাজ করছি

অর্থনীতি (Economy)
-- বাজার (Marketplace) শিগ্রই আসছে - কাজ করছি
-- ট্রেডিং আলোচনা (Trading Discussion) শিগ্রই আসছে - কাজ করছি

অন্যান্য (Other)
-- মেটা (Meta) কাজ চলছে।
-- প্রারম্ভিক এবং সাহায্য (Beginners & Help) শিগ্রই আসছে - কাজ করছি

বিকল্পিক ক্রিপ্টোমুদ্রা (Alternate cryptocurrencies)
-- বিকল্পমুদ্রা আলোচনা (Altcoin Discussion) শিগ্রই আসছে - কাজ করছি  
-- মাইনিং বিকল্পমুদ্রা (Mining -  Altcoins) শিগ্রই আসছে - কাজ করছি

আমার লক্ষ্য থাকবে শুধুমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ বোর্ডের টপিকগুলোর দিকে। যেকোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন।

ধন্যবাদ
mdayonliner