আমরা বাংলাদেশের বিটকয়েনটক ব্যাবহারকারীরা এখনো এত বড় পরিসরে যেতে পারি নাই যে এখনই আমরা একটা সাব-বোর্ড এর আবেদন করতে পারব। তাই এই টপিকটাকে আমি মেইন টপিক হিসাবে ধরে নিয়ে - সম্পূর্ণ একটা কাল্পনিক সাব-বোর্ড তৈরি করার চেষ্টা করব। আশাকরি বাংলাদেশের বিটকয়েনটক ব্যাবহারকারীরা এ থেকে একটা ভাল বিটকয়েনটক যাত্রা শুরু করতে পারবেন।