Post
Topic
Board Other languages/locations
Re: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
by
Jrashid
on 25/09/2018, 11:19:12 UTC
ওয়াও।ইউ আর গ্রেট।
খুবই ভালো লাগছে যে আপনি এত সুন্দর একটা প্ল্যান করছেন।আসলে আমাদের এইটা খুবই দরকার ছিল।যেকোন ধরনের সহায়তা লাগলে বলবেন।আমি আমার বেস্ট টা দেব।
যদিও আপনি এক্টিভ আছেন, তবু বলব একটা ব্যাপার লক্ষ্য রাখবেন।অনেকেই নতুন এসে এক্টিভিটি বাড়ানোর জন্য সব বোর্ডে কন্টিনিউয়াস বাংলা পোস্ট করতে থাকবে।যেটা আমরা আগেও দেখেছি।ওই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন।
ধন্যবাদ ভাই।