Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
kabirhusen
on 25/09/2018, 18:18:58 UTC
ভাইয়া, আপনেরা Bitcoin বেচাকেনার লাইগা কোন exchange ব্যবহার করতাছেন?
বিটকয়েন কেন বেচার জন্য আপনি Localbitcoins.com সাইট টি ব্যাবহার করতে পারেন। এখানে আপনি আপনার পছন্দ মত পেমেন্ট প্রছেছর এর দ্বারা টাকা নিতে পারবেন বিটকয়েন সেল করে।
Localbitcoins.com ছাইড়া আর কোনখানে বেচাকেনা করা যাইব?



 আপনি যদি বিটকয়েন বা ইথারিয়াম বেচকেনা করতে চান তাহলে আপনি  Mdayonliner https://bitcointalk.org/index.php
 Action=profile;u=143246Cool এর সংগে  যোগাযোগ করতে পারেন। আশা করি  সমস্যা হবেনা।কারন আমি  জানি তিনি এই ফোরামের ট্রাস্টেড একজন ট্রেডার বাংলাদেশি।এরোকম অনেকেই বাংলাদেশে আছে।যারা বেচাকেনা করেন।কোন সাইট বা এক্সচেঞ্জার থেকে  বেচাকেনা করতে গেলে $=TK এর রেট একটু কম পাবেন।

Koto Activity Hoilee Merit Pabo
শুধু পোস্ট   Activity হলেই মেরিট পাবেন না। মেরিট পেতে হলে   বিটকয়েন সম্পর্কে পোস্ট করতে হবে।
           

আইডি ব্যান হওয়ার অন্যতম কারণ কোন গুলো?
কোন কারন গুলার জন্য বেশি ব্যান দিয়ে থাকেন?
আপনি যদি স্পামিং করেন, কপি পোস্ট দেন তাহলে আপনার আইডি ব্যান করে দিবে।
আলামিন ভাই,আপ্নি ও কিন্তু স্পামিং করতেছেন যেটা আপনি নিজেও জানেন না।এই যে সব গুলা পোস্টের রিপ্লাই দিয়েছেন আপ্নি,সবগুলা কিন্তু  Quote করে দিলেই হয়ে যেত।তা না করে আপনি পর পর পোস্ট করে যাচ্ছেন। এডমিন প্যানেল এর নজরে আসলে কিন্তু আইডি ব্যান হবার রিস্ক আছে।

আর আপনি যে মেম্বার এর কাছে বাই -সেল করার কথা বলতেছেন সে নিজেই রেড ট্রাস্ট খেয়ে বসে আছে। এইরকম মেম্বার কে সাপোর্ট করা মানে স্কেমার কে সাপোর্ট করা।আর এর জন্য আপনি রেড ট্রাস্ট পেতে পারেন। ছো সাবধান হয়ে যান ভাই।