এখন জুনিয়র মেম্বার হতে একটি মেরিট লাগে। অনেকেই থ্রেডের গাইড লাইন মূলক পোষ্ট দিয়ে মেরিট অর্জনের চেষ্টা করছেন। তাদের জন্য জানাচ্ছি যে থ্রেডের সব নিয়মকানুন পোষ্ট করা আছে। যেহেতু বিটকয়েনটক অনেক পুরনো থ্রেড তাই এর নিয়মকানুন নতুন করে পোষ্ট করার কোন প্রয়োজন নেই। তবুও যদি পোষ্ট করেন তাহলে নেগেটিভ ট্রাস্ট অথবা স্পামিং এর কারণে আইডি ব্যান্ড হয়ে যেতে পারে।কারণ এখন ফেইক মেরিটের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই এডমিন ও মডারেটররা ইনভেস্টিগেশন শুরু করেছে।তাই BTC সম্পর্কে জানুন এবং আপনার জ্ঞান সবার সাথে শেয়ার করুন। ডিসকাশন গ্রুপে জয়েন করুন। এটাই ভাল হবে।