Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
invincible49
on 28/09/2018, 21:09:10 UTC
SwapCost e korte paren. Ami lenden korchi and valo e mone hoise. But, ja e koren nij dayitte. Lol.
এই সাইটে পার্সোনাল ইনফরমেশন, আই মিন KYC ডকুমেন্ট প্রভাইড করতে হবে কি? যদি করতে হয় তাহলে মুশকিল! এমনি BTC, ইথেরিয়াম এই গুলা বাংলাদেশী টাকাতে সেল দিতে গেলে যেন নিজের চুল ছিঁড়তে মন চায়। দুই একজন ট্রাষ্টটেড কয়েন কেনাবেচা-কারি ছাড়া কাউকে পাই না। আবার তাদের সাথে পরিচয় অনলাইনের মাধ্যমে, যে কারণে অলওয়েজ রিস্ক নিয়েই ডিল করতে হয়। প্রয়োজনের সময় যেন পরিস্থিতি আরও খারাপ হয়। ইন্ডিয়া, ইন্দোনেশিয়া এইসব দেশে এমন প্রবলেম নাই। কিন্তু এই আবার এমন ডিজিটাল দেশ আমাদের যে, ফোরামের ট্রাষ্টটেড এসক্রো সার্ভিস দানকারীদের মাধ্যমে BTC টু Paypal করিয়ে দেশের ব্যাংকে ভাঙ্গাবো!


অনলাইনে যে কোন ব্যক্তির সাথে লেনদেনই রিস্কি। তাই লেনদেনের ক্ষেত্রে ভাল কোন Exchange Site ব্যবহার করাই শ্রেয়।
যেহেতু বাংলাদেশে BTC, ETH সরাসরি Exchange করা যায় না, তাই আপনি প্রথমে BTC থেকে PM তে কনভার্ট করে, বাংলাদেশি যে কোন সাইট থেকে PM টু বিকাশ বা রকেটে নিতে পারেন।

Suppose ami $1000 worth of BTC convert korbo Perfect Money te, then kemon exchanging fee kaatbe?  Ar emon trusted site jodi thake ja apnio use koresen then kindly amai site links gula PM koren. Thanks in advanced!  Smiley