Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Jrashid
on 01/10/2018, 07:00:52 UTC
SwapCost e korte paren. Ami lenden korchi and valo e mone hoise. But, ja e koren nij dayitte. Lol.
এই সাইটে পার্সোনাল ইনফরমেশন, আই মিন KYC ডকুমেন্ট প্রভাইড করতে হবে কি? যদি করতে হয় তাহলে মুশকিল! এমনি BTC, ইথেরিয়াম এই গুলা বাংলাদেশী টাকাতে সেল দিতে গেলে যেন নিজের চুল ছিঁড়তে মন চায়। দুই একজন ট্রাষ্টটেড কয়েন কেনাবেচা-কারি ছাড়া কাউকে পাই না। আবার তাদের সাথে পরিচয় অনলাইনের মাধ্যমে, যে কারণে অলওয়েজ রিস্ক নিয়েই ডিল করতে হয়। প্রয়োজনের সময় যেন পরিস্থিতি আরও খারাপ হয়। ইন্ডিয়া, ইন্দোনেশিয়া এইসব দেশে এমন প্রবলেম নাই। কিন্তু এই আবার এমন ডিজিটাল দেশ আমাদের যে, ফোরামের ট্রাষ্টটেড এসক্রো সার্ভিস দানকারীদের মাধ্যমে BTC টু Paypal করিয়ে দেশের ব্যাংকে ভাঙ্গাবো!


KYC টাইপ কিছু লাগেনা।আমি ছোট এমাউন্ট লেনদেন করেছি এবং অনেকের কাছেই শুনেছি এইটা ভালো।
ওদের বিশ্বাস করার অন্য কারন ও রয়েছে।ওরা আপনাকে একদিনে $১০০ থেকে বেশি লেনদেন করতে দেবেনা।এইটা আমাদের জন্যে প্যারা হইলেও তাদের দিক থেকে ভালো।মানে তাদের transparency প্রুভ করে।
যাইহোক, এইটা আমার মতামত।আগের মত আবার বলব- নিজের রিস্কে লেনদেন করুন  Grin

কারো profile এ লাল -ve Trust পাইলে avoid করেন।
আমি জানিনা red tag সম্পর্কে আপনি কতটুকু কি জানেন।এইটাও বলব না mdayonliner ভাই ভালো (যদিও আমি ওনার সাথে লেনদেন করেছি এবং আমিই আগে বিটিসি সেন্ড করছি) কিন্তু red tag মানেই যে কেউ একজন খারাপ তা কিন্তু নয়।ফোরামে এমন অনেকেই আছেন যারা DT মেম্বারদের ভুলের শিকার।ঠিক ভুল বললেও ভুল হবে।তাদের ভুল ধারনার শিকার বলা যায়।