Post
Topic
Board Beginners & Help
Re: BB Code Learning (for beginners)
by
Jrashid
on 07/10/2018, 19:35:55 UTC
Google Translation of my thread- https://bitcointalk.org/index.php?topic=4907164

BB Code নিয়ে আমরা অনেকেই ঝামেলায় পরে যাই। কেউ কেউ এইটা ব্যবহার করতে পারেন আবার কেউবা পারেন না। বিশেষ করে যারা এই ফোরামে নতুন তাদের জন্যই আমার আজকের এই পোস্ট।

আমরা যেহেতু এইখানে মানে এই ফোরামে এসেই গেছি ,তার মানে আমরা সাধারণ ব্যবহার গুলো পারি। তাই শুধু যেগুলো কঠিন সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম।

কিছু না বুঝলে জিজ্ঞেস করবেন আর ভুল হলে শুধরে দেবেন।

চলুন জেনে নেয়া যাক।



১. Strike Through

এইটার মানে হলো আপনার লেখার উপরে একটা দাগ দেয়া। এইটা সাধারণত তখনি ব্যবহার করা হয় যখন আপনি কিছু পোস্ট করে সেটা ভুল হিসেবে বুঝলেন কিংবা আপনি আপনার পোস্ট নতুন ভাবে লিখতে চান। মানুষ যাতে আপনাকে ভুল না বুঝে তাই আপনি আপনার আগের লিখার উপর দাগ দিয়ে নতুন লিখতে পারেন।
উদাহরণস্বরূপ - এইটা Coding BB Code

Code:
এইটা [s]Coding[/s] BB Code



২. Bitcoin Symbol

আমরা বিটকয়েনের জন্য যে প্রতীক ব্যবহার করি তা কিভাবে দেবেন? ছবিতে বিটকয়েন এর লোগোতে মার্কড করা আছে। ওইখানে ক্লিক করেই আপনি বিটকয়েন সিম্বল ব্যবহার করতে পারেন।
Code:
[btc]




৩. Glow

এইটা মূলত যে কোনো লেখার ব্যাকগ্রাউন্ড পৰিৱৰ্তন করার কাজে ব্যবহৃত হয়। মানে আপনি যদি কোনো শব্দের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান তাহলে ওই শব্দ কিংবা বাক্যেকে সিলেক্ট করে নিন্মে দেখানো ছবিতে ক্লিক করুন। এখন কালার পরিবর্তন করতে চাইলেও পারবেন। ঐখানে glow=red লিখা এর পরিবর্তে আপনার পছন্দের কালার এর নাম দিতে পারেন।
Code:
[glow=green,2,300]ব্যাকগ্রাউন্ড[/glow]


৪. Horizontal Rule

এইটা সহজ একটা জিনিস। আপনি যদি দুইটা অনুচ্ছেদ আলাদা করে লিখতে চান তাহলে এই কোড ব্যবহার করতে পারেন। মানে প্রথম লিখার নিচে একটা দাগ থাকবে। তারপর আর একটা লিখা শুরু হবে।



৫. Font Size

এইটা অনেক সহজ। সাইজ এর মান সাধারণত ১০ দেয়া থাকে। চাইলে বেশি কিংবা কম দিতে পারেন।


৬. Sup/Sub

এই দুইটার পুরো মিনিং আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কেউ জানলে অবশ্যই জানাবেন। তবে কাজ বলতেছি। একটা হচ্ছে আমরা অংকের মধ্যে যে স্কয়ার দিয়ে থাকি তার কাজ এবং অনেক সময় স্কয়ারের মত নিচের দিকেও দিতে হয় যখন আমরা একই সাংকেতিক চিহ্ন দুই ক্ষেত্রে ব্যবহার করে থাকি।


৭. Code

আমরা যখনি কিছু লিখি কিংবা একটা ছবি এড করি কিংবা ওয়েবসাইট , সেগুলো কিন্তু কোডের মাধ্যমে এড হয়। এখন যদি আপনি কোড লিখেন তাহলে , ওই কোডের রেজাল্ট আউটপুট আসবে। কিন্তু আপনি যদি কাউকে শুধু কোডটি বলতে চান সেক্ষেত্রে আপনাকে কোড ট্যাগ ব্যবহার করতে হবে।


এইগুলো ছাড়া যদি আর কোনো সাহায্যের প্রয়োজন হয় ,এখানে কমেন্ট করে জানাতে পারেন। আমি জোট দ্রুত সম্ভব উত্তর দেব। ধন্যবাদ সবাইকে।