User-
Kagoku01 BannedGoogle translated one of my thread without my permission and without any reference.
Many of us have been in trouble with BB code. Someone can use it and some can not. Especially for those who are new to this forum, this post is my today.
Because we have come here for this forum, that means we can use common usage. So, I tried to highlight those difficulties.
Ask for help if you do not understand anything and correct it if corrected.
Let's know.
1. Strike ThroughThis means that you have a mark on your writing. This is usually used when you post something as wrong or you want to write a new post. People do not understand you wrong so you can mark new ones on your previous writing.
For example - this
Coding BB Code
This is [s]Coding[/s] BB Code
2. Bitcoin Symbol How do we use that symbol for Bitcoin? Bitcoin's logo is marked in the image. You can use Bitcoin Symbol by clicking here.
[btc]
3. Glow This is basically used for the background of any writing. If you want to change the background of a word, then select that word or sentence and click on the image shown below. Now you want to change the color. Instead of writing glow = red instead you can name the color of your choice.
[glow=green,2,600]Background[/glow]
4. Horizontal RuleThis is a simple thing. You can use this code if you want to write two paragraphs separately. That means there will be a stain at the bottom of the first writing. Then another writing will start.
5. Font SizeThis is a lot easier. Size is usually given 10. You can pay more or less if you want.
6. Sup/SubI do not remember the whole mining of these two at the moment. If someone knows, you must tell. But I say work. One is that we have to do the job of the square that we have in the figure and sometimes at the bottom of the square, when we use the same sign symbols in two ways.
7. CodeWhenever we write something or add a picture or website, they are edited through code. Now if you enter the code, the result of that code will be output. But if you want to tell someone only the code, then you have to use code tags.
If you need any help other than these, please comment here. I will try to answer the coalition as quickly as possible. thanks to everyone.
BB Code নিয়ে আমরা অনেকেই ঝামেলায় পরে যাই। কেউ কেউ এইটা ব্যবহার করতে পারেন আবার কেউবা পারেন না। বিশেষ করে যারা এই ফোরামে নতুন তাদের জন্যই আমার আজকের এই পোস্ট।
আমরা যেহেতু এইখানে মানে এই ফোরামে এসেই গেছি ,তার মানে আমরা সাধারণ ব্যবহার গুলো পারি। তাই শুধু যেগুলো কঠিন সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম।
কিছু না বুঝলে জিজ্ঞেস করবেন আর ভুল হলে শুধরে দেবেন।
চলুন জেনে নেয়া যাক।
১. Strike Throughএইটার মানে হলো আপনার লেখার উপরে একটা দাগ দেয়া। এইটা সাধারণত তখনি ব্যবহার করা হয় যখন আপনি কিছু পোস্ট করে সেটা ভুল হিসেবে বুঝলেন কিংবা আপনি আপনার পোস্ট নতুন ভাবে লিখতে চান। মানুষ যাতে আপনাকে ভুল না বুঝে তাই আপনি আপনার আগের লিখার উপর দাগ দিয়ে নতুন লিখতে পারেন।
উদাহরণস্বরূপ - এইটা
Coding BB Code
এইটা [s]Coding[/s] BB Code
২. Bitcoin Symbol আমরা বিটকয়েনের জন্য যে প্রতীক ব্যবহার করি তা কিভাবে দেবেন? ছবিতে বিটকয়েন এর লোগোতে মার্কড করা আছে। ওইখানে ক্লিক করেই আপনি বিটকয়েন সিম্বল ব্যবহার করতে পারেন।
[btc]
৩. Glow এইটা মূলত যে কোনো লেখার ব্যাকগ্রাউন্ড পৰিৱৰ্তন করার কাজে ব্যবহৃত হয়। মানে আপনি যদি কোনো শব্দের
ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান তাহলে ওই শব্দ কিংবা বাক্যেকে সিলেক্ট করে নিন্মে দেখানো ছবিতে ক্লিক করুন। এখন কালার পরিবর্তন করতে চাইলেও পারবেন। ঐখানে glow=red লিখা এর পরিবর্তে আপনার পছন্দের কালার এর নাম দিতে পারেন।
[glow=green,2,300]ব্যাকগ্রাউন্ড[/glow]
৪. Horizontal Ruleএইটা সহজ একটা জিনিস। আপনি যদি দুইটা অনুচ্ছেদ আলাদা করে লিখতে চান তাহলে এই কোড ব্যবহার করতে পারেন। মানে প্রথম লিখার নিচে একটা দাগ থাকবে। তারপর আর একটা লিখা শুরু হবে।
৫. Font Sizeএইটা অনেক সহজ। সাইজ এর মান সাধারণত ১০ দেয়া থাকে। চাইলে
বেশি কিংবা
কম দিতে পারেন।
৬. Sup/Subএই দুইটার পুরো মিনিং আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কেউ জানলে অবশ্যই জানাবেন। তবে কাজ বলতেছি। একটা হচ্ছে আমরা অংকের মধ্যে যে স্কয়ার দিয়ে থাকি তার কাজ এবং অনেক সময় স্কয়ারের মত নিচের দিকেও দিতে হয় যখন আমরা একই সাংকেতিক চিহ্ন দুই ক্ষেত্রে ব্যবহার করে থাকি।
৭. Codeআমরা যখনি কিছু লিখি কিংবা একটা ছবি এড করি কিংবা ওয়েবসাইট , সেগুলো কিন্তু কোডের মাধ্যমে এড হয়। এখন যদি আপনি কোড লিখেন তাহলে , ওই কোডের রেজাল্ট আউটপুট আসবে। কিন্তু আপনি যদি কাউকে শুধু কোডটি বলতে চান সেক্ষেত্রে আপনাকে কোড ট্যাগ ব্যবহার করতে হবে।
এইগুলো ছাড়া যদি আর কোনো সাহায্যের প্রয়োজন হয় ,এখানে কমেন্ট করে জানাতে পারেন। আমি জোট দ্রুত সম্ভব উত্তর দেব। ধন্যবাদ সবাইকে।