Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DTalk
on 04/11/2018, 15:21:56 UTC
ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলাদেশের আইন কানুন কেউ কি সম্পুর্ন বলতে পারবেন?
আমি যতদুর জানি, বাংলাদেশ ব্যাংক বলেছে যে কোন ধরনের ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ।তাহলে যারা এক্সচেঞ্জ সাইটের মালিক তাদের ধরছে না কেন পুলিশ? তাদের ধরাটা তো খুব কঠিন কিছু না।
কারো কাছে এইসব ব্যাপারে তথ্য থাকলে একটু শেয়ার করুন প্লীজ।