ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলাদেশের আইন কানুন কেউ কি সম্পুর্ন বলতে পারবেন?
আমি যতদুর জানি, বাংলাদেশ ব্যাংক বলেছে যে কোন ধরনের ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ।তাহলে যারা এক্সচেঞ্জ সাইটের মালিক তাদের ধরছে না কেন পুলিশ? তাদের ধরাটা তো খুব কঠিন কিছু না।
কারো কাছে এইসব ব্যাপারে তথ্য থাকলে একটু শেয়ার করুন প্লীজ।