~~~
কয়েকদিন আগে Financial Express এ পড়েছিলাম বাংলাদেশ ব্যাংক নাকি Upay, Ipay, Nexuspay এইগুলো কন্ট্রোল করতে পারছে না।মানে এইগুলোর মাধ্যমে নাকি কালো টাকা সাদা হচ্ছে।ভাবতে আমার অবাক লাগছে যে আমরা এখনও কতটা পিছিয়ে।দিস ইজ হোয়াট ডিজিটাল বাংলাদেশ ইজ।
পুলিশ আর কি করবো? বাংলাদেশের কোনো exchange কি আদৌ বাংলাদেশ দিয়া চলতাসে? LocalBitcoins.com এর মালিকেরা তো বইসা আসে ইউরোপে।
আপনি মনে হয় আমার কথা বোঝেন নাই।অনেক গুলো লোকাল এক্সচেঞ্জ আছে যাদের চাইলেই ধরা যায়।তারা অনেকভাবে তাদের identity পাবলিশ করে থাকে।তাদের চাইলেই ধরা যায়।আমি তাদের কথা বলতেছি।