Post
Topic
Board Regional Languages (India)
Re: আইডি ব্যান খেলে কি করণীয় ?
by
Evil eye
on 11/11/2018, 06:11:31 UTC
বিটকয়েন ফোরামে কাজ শুরু করার পর থেকে আমারও ২ টা আইডি ব্যান করে দিয়েছে ফোরাম কর্তৃপক্ষ। কিন্তু আমি অনেক চেষ্টা করেও সেই আইডি গুলা আর ফেরত পাইনি। কেউ যদি বলে ব্যান আইডি পুনরায় ফেরত পাওয়া যাবে তাহলে সে ভুল বলবে। কারণ আমি মনে করি যে আইডি একবার ব্যান করা হয় সেটা আর কখনো ফেরত দিবে না বিটকয়েন ফোরাম কর্তৃপক্ষ।